‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সুজন চাঁদপুর জেলা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা ও পরে কেক কাটেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতা সমুন্নত রাখা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারে সুজন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সুজনের দাবির প্রেক্ষিতে অনেক আইন প্রণিত হয়েছে। এই সংগঠনের সফলতা অনেক।
সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভয়েস টিভির কর্ণধার ও দৈনিক চাঁদপুর বার্তার প্রকাশক সেলিম খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ও শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির ও লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের পলাশ, ডিবিসি’র জেলা প্রতিনিধি তালহা জুবায়েরসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সুজন জেলা কমিটির নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur