Home / চাঁদপুর / সুগন্ধায় জাহাজ বিস্ফোরণে নিহত চাঁদপুরের মাসুদের দাফন সম্পন্ন
জাহাজ
মাসুদুর রহমান বেলাল

সুগন্ধায় জাহাজ বিস্ফোরণে নিহত চাঁদপুরের মাসুদের দাফন সম্পন্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি সাগর নন্দিনী-২’ তেলবাহী জাহাজ বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত মাসুদুর রহমান বেলালের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবানপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন… সুগন্ধায় জাহাজ বিস্ফোরণে নিখোঁজ চাঁদপুরের মাসুদুর রহমানের মরদহে উদ্ধার

মাসুদুর রহমান ওই জাহাজের ইঞ্জিন ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে জাহাজের চারজনের সঙ্গে তিনিও নিখোঁজ ছিলেন। তিনি সোবানপুর গ্রামের সাদিকুর রহমানের ছেলে। পরিবার নিয়ে চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে থাকতেন।

মাসুদুর রহমান বেলাল দুই কন্যাসন্তানের জনক। বড় মেয়ে একটি প্রাইভেট মেডিকেলে শেষ বর্ষে ও ছোট মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে।

গত শনিবার বেলা ২টার দিকে সুগন্ধা নদীতে ঝালকাঠি পৌর খেয়াঘাটের বিপরীত পাশে নোঙর করা অবস্থায় পদ্মা অয়েল কোম্পানির তেলবোঝাই ‘এমভি সাগর নন্দিনী-২’ জাহাজে এই বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মাসুদুর রহমান বেলালসহ চারজন নিখোঁজ হন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্টাফ করেসপন্ডেট, ০৪ জুলাই ২০২৩