সুখের নদী : শরীফুল ইসলাম নাঈম

প্রিয়া তুমি যেওনা তো ছেড়ে
আমার হৃদয়ের মাঝে
আবার এসো তুমি ফিরে।

হৃদয়হীনার মত মুখখানি তোমার
আর কভু করোনাতো ভার
বুকভরা কষ্ট তুমি
দিওনাতো আর।

দূর থেকে দূরে -আরো বহুদূর
যেওনা দূরে আমাকে ছেড়ে
এসো তুমি ফিরে
আমার এ ছোট্ট হৃদয়ের
ছোট্ট কুঁড়েঘরে।

সকাল-সন্ধার মাঝে
এখনো দেখি তোমায়, আছ তুমি
আমার রিক্ত হৃদয়ের মাঝে
লালশাড়ি গায়ে পরে
আছো তুমি বধূ সেজে

বিশ্বের মাঝে নিঃস্ব হবো
তোমাকে না পেলে
হয়তো আমি থাকবো ডুবে
নদীর প্রেমের জলে

শরীফুল ইসলাম নাঈম, কচুয়া, চাঁদপুর।

আপডেট:   বাংলাদেশ সময়  ১১:১৯ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share