সীমান্ত সম্মেলন শেষে ফিরে গেল ভারতীয় দল

সীমান্ত সম্মেলন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরে গেল ভারতীয় প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাংলাদেশ ছেড়ে যায়।চট্টগ্রাম সার্কিট হাউজে সীমান্ত সম্মেলন শেষে সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দলটি আখাউড়া স্থলবন্দরে আসে।

এ সময় ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব প্রতিনিধি দলটিকে বিদায় অভ্যর্থনা জানায়।
পরে ইমিগ্রেশন ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রতিনিধি দলটি আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যায়।
চট্টগ্রাম সার্কিট হাউজে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের মিজোরাম রাজ্যের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে।

এদিকে চাঁদপুর টাইমস ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির আরেকটি প্রতিবেদনে জানা যায়,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে এক হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া পৌর এলাকার কলেজপাড়া এলাকার লাকড়ির দোকান থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন-আখাউড়া পৌর শহরের মসজিদপাড়ার মৃত লাল মিয়ার ছেলে জারু মিয়া (৪০) ও সীমান্তবর্তী নুরপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে মিন্টু মিয়া (৪৬)।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। পরে আটক মিন্টু মিয়ার লুঙ্গিতে গুজে রাখা অবস্থায় ৮২০ পিস ইয়াবা পাওয়া যায়। বাকিগুলো জারু মিয়ার দেহ তল্লাশি করে পাওয়া যায়।

তিনি আরো জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা প্রস্ততি চলছে।

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট

আপডেট- ১১:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ

Share