জাতীয়

সীমান্ত বিল পাস কূটনৈতিক সাফল্যে : প্রধানমন্ত্রী

‎Friday, ‎May ‎08, ‎2015  03:16:30 PM

হাসান সাইদুল : 

ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হওয়ার ঘটনাকে সরকারের কূটনৈতিক সাফল্য বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি এ প্রক্রিয়ায় যুক্ত সবাইকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত চুক্তি পাস হওয়ার ফলে ভারতের কাছ থেকে কিছু অতিরিক্ত জমি পাওয়া যাবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইভটিজিং ও এসিডের মতো সন্ত্রাস এক সময় বেড়ে গিয়েছিলো। কঠোর শাস্তির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যারা পেট্রোল বোমা মারে, গাড়িতে আগুন দেয় তারা মানবতাবিরোধী কাজ করছে। কঠোর শাস্তির মাধ্যমে তাদেরকেও দমন করতে হবে। জঙ্গি তৎপরতা দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

www.facebook.com/chandpurtimesonline/likes

Share