চাঁদপুরের কচুয়ায় বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ব্যাংক পাড়া এলাকায় প্রকাশ্যে ছিনতাই হয় এক প্রবাসীর স্ত্রী’র ৬০ হাজার টাকা।
সিসি ফুটেজে সনাক্ত সন্দেহাজন ব্যক্তির ছবি প্রকাশের তিন দিন অতিবাহিত হলেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কচুয়া পৌরসভাধীন বালিয়াতলী গ্রামের দেলোয়ার মিয়াজীর মেয়ে একই উপজেলার খিলামেহের গ্রামের ওমান প্রবাসী হুমায়ুন কবির বুধবার জনতা ব্যাংক কচুয়া শাখায় গোপন নাম্বারে ৬০ হাজার টাকা পাঠায়।
ওই দিন রেখা আক্তার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে হিমাগারের সামনে রাস্তায় আসলে অপরিচিত দুজন ব্যক্তি তাকে পেছন থেকে ডেকে পথ গতিরোধ করে। বয়স্ক ব্যক্তিটি একটু খুড়িয়ে খুড়িয়ে হাটে।
এসময় তারা রেখা আক্তারের কৌশলে তার ব্যাগ, মোবাইল, প্রয়োজনীয় কাগজ পত্র ও নগদ টাকা নিয়ে তাৎক্ষনিক উধাও হয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী রেখা আক্তার চাঁদপুর টাইমসকে জানান, ঘটনার দিন হুজুরবেশি এক লোক আমাকে ডাকছেন এ মর্মে অপর দু’জন পেছন থেকে ডাক দেন। পরে তাদের কথা সাড়া না দেওয়ায় পথ আগলে ধরে কি যেনো আমার সামনে ধরে ব্যাগ ও টাকা নিয়ে যায়। আর কিছু বলতে পারবো না’
এদিকে টাকা ও মোবাইল ফোন হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে পড়েছে রেখা আক্তার।
রেখার বাবা দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘বৃহস্পতিবার কচুয়ায় সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে দু’জনকে সন্দেহ করি। তাদের মধ্যে একজনকে পুলিশ আটক করে পরে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়া ওই ব্যক্তিকে পুণরায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে মূল তথ্য বেরিয়ে আসবে।’
অপরদিকে পুলিশ জানিয়েছে, ‘আটককৃত একজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয় এবং সিসি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে মূল অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।’
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur