চাঁদপুর

‘আগামি দশ দিনের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা’

চাঁদপুরের কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘আগামি দশ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সকলকে ডিজিটালের মধ্যে চলে আসতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়ার মধ্যে আনতে হবে। ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে হবে।’

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ছাত্র-ছাত্রীদের কোরআন-হাদিসের আলোকে জঙ্গিবাদ সম্পর্কে জানাবেন। ইসলাম কখনো জঙ্গিবাদ পশ্রয় দেয় না। যারা সত্যিকার অর্থে জ্ঞানী হবে তাদেরকে জঙ্গিরা পরাস্ত করতে পারবে না।’

এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আহমদিয়া মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবির প্রমুখ।

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share