বহিরাগত ও ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের ওপর নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।
কলেজের গুরুত্বপূর্ণ ১২ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় সুফল কার্যক্রম পাওয়ার আশায় কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১০ আগস্ট) সকালে পুরো কলেজজুড়ে বসানো সিসি ক্যামেরা পরিদর্শন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হেসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. শাহআলম, শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহারসহ বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক।
সম্প্রতি জঙ্গি হামলায় কলেজ-ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সম্পৃক্ততার প্রমাণ মেলায় সরকারি নির্দেশে কলেজগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্প্রতি জেলা প্রমাসক মো. আব্দুস সবুর মন্ডল শিক্ষকদের নিয়ে বিভিন্ন সভায় শিক্ষার্থীদের ওপর নজরদারি ও নিরাপত্তা এবং সন্ত্রাসী ও জঙ্গিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতা রেখে চাঁদপুর সরকারি কলেজে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল জোরদার, বহিরাগতদের প্রবেশে নজরদারি বৃদ্ধি করার লক্ষ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান শিক্ষকরা।