ভারতের চেন্নাইয়ের এমআইওটি (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) হাসপাতালে চিকিৎসাধীন গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শারীরিক এখন আগের চেয়ে ভালো। তাই বুধবার রাতে তাকে সিসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী। এদিকে দিতির প্রযোজনায় বেশকিছু নাটকের পরিচালক আদিত্য জনিও একই কথা জানিয়েছেন।
তিনি বলেন, দিতি এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাকে বুধবার রাতে ডাক্তারের পরামর্শেই সিসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়েছে।
এর আগে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস নিতে হয়েছে। তবে তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। এর আগে রোববার দুপুরে দিতির ছেলে শাফায়েত চৌধুরীও গণমাধ্যমে কিছুটা আশার কথা শুনিয়েছেন।
তিনি বলেছেন, মায়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। উল্লেখ্য, ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনয়শিল্পী ভারতের চেন্নাইয়ের এমআইওটি (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গত কয়েকদিন ধরে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:০৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur