সিলেট হযরত শাহ জালাল (র) এর পবিত্র মাজার জিয়ারত করতে গিয়ে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুর কচুয়ার চাংপুর গ্রামের বাক প্রতিবন্ধী যুবক মো. জাকির হোসেন(২০)।
জাকির হোসেনকে মাজারে মানতের উদ্দেশ্য করে তার মা আমেনা বেগম গত রবিবার ওই মাজার শরীফে নিয়ে গেলে সে নিখোঁজ হয় বলে তার পরিবার দাবি করছেন।
জাকির হোসেনের বাবা, কৃষক মো. আব্দুল খালেক চাঁদপুর টাইমসকে জানান, ‘ছেলের মুখের ভাষা ফিরে পাবে এমনি আশায় নিয়ত করে তাকে সিলেটে পবিত্র মাজার শরীফে নেয়া হয়। সেখানে তার মায়ের হাত থেকে সে হারিয়ে যায়। বর্তমানে তারা বোবা ছেলেকে হারিয়ে পাগল প্রায় হয়ে পড়েছে।’
কোন মানবতা ও সু-হৃদয়বান ব্যক্তি বাক প্রতিবন্ধী এই ছেলেটির খোঁজ পেলে তার ভাই মোঃ বিল্লাল হোসেন ০১৮৬৩৬৫৪০৪২ ও আলাউদ্দিন ০১৮১৫৪০০৯৫৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৩১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur