সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১৪১ সদস্যের কমিটি শুক্রবার রাতে অনুমোদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেট জেলা ছাত্রলীগের ১০ সদস্যের কমিটি ঘোষণার প্রায় ১৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
তিনি আরও জানান, অনুমোদিত কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি রয়েছেন ১৯ জন, যুগ্ম-সম্পাদক ৫ জন, সাংগঠনিক সম্পাদক ৭, বিভিন্ন সম্পাদকীয় পদে ২৩, উপসম্পাদকীয় পদে ২৫, সহ-সম্পাদক ১৫ ও সদস্য রয়েছেন ৪৩ জন। এর মধ্যে প্রচার ও দফতরে উপ-সম্পাদক রয়েছেন দুজন করে।
প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:১৩ পিএম,০৫ ডিসেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur