Home / সারাদেশ / সিলেটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

সিলেটে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

বিয়ানীবাজার-সিলেট সড়কের শেওলা সেতুর কাছে মেওয়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামের আবদুল হাফিজ (৪০)।

আহতরা হলেন- ছইফ আলম (২৭), ওয়াহাব আলী (৪০), আবদুন নূর (৪৫), চন্দন চক্রবর্তী (৪২), ব্যবসায়ী হারুন অর রশিদ (৪০), ফাতেমা বেগম (৩৫), দুলাল আহমদ (৫৮), আবদুল্লা (৪৫), বৈরাগী এলাকার ফয়জুল বারী (৫০), রাজিব আলী, সুমন মিয়া (২২), নিদনপুরের সুহেল আহমদ (৪০), ঘুঙ্গাদিয়ার সামছুল ইসলাম (৪০), হারুন মিয়া (৩৪), আলী আহমদ (২৭), আবদুর রহমান (৩৭), নূর উদ্দিন (৬৫) ও এনাম উদ্দিন। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে যাত্রীবাহী ‘দ্রুতযান’ বাসটি বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়। বিয়ানীবাজার-সিলেট সড়কের শেওলা সেতুর কাছে মেওয়া এলাকায় যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবদুল হাফিজ মারা যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবের আহমদ জানান, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:১৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার

 

এমআরআর