চাঁদপুরের হাইমচর উপজেলা সাব রেজিস্টার অফিস সপ্তাহে ১ দিন করে মাত্রা চার দিন কার্যকর থাকছে। এ নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলিল দাতা-গ্রহিতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সাব রেজিস্টার অফিসে সরাসরি কর্মকর্তা না থাকায়, অন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে এক দিন দায়িত্ব পালন করছেন।
ইতোপূর্বে হাইমচর সাব রেজিস্টার অফিসে ম্যাজিস্ট্রেট মো. মফিজুল ইসলাম অতিরিক্ত দায়িত্বে সপ্তাহে দুই দিন থাকাকালিন সময় চাপ কিছুটা কমলেও বর্তমানে একদিন হওয়াতে তা সামলিয়ে উঠা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দলিল গ্রহীতাদের কাছে জানতে চাইলে তারা জানান সাব রেজিস্টার অফিসার প্রতি বুধবারে সকাল ১১টায় আসলে তাড়াহুড়ো করে ২টার পূর্বে চলে যান।
বৃহস্পতিবার (১২ জুলাই) ১১টায় হাইমচর সাব রেজিস্টার অফিসে বড় আকারে তালা ঝুলানো দেখতে পাওয়া যায়।
এব্যাপারে জেলা রেজিস্টার অফিসে অফিস সহকারী মোস্তফা চাঁদপুর টাইমসকে জানান, ‘হাইমচরে প্রতি বুধবারে একদিন সাব রেজিস্টার অফিসে কার্যক্রম চলে। আমাদের অফিসারের শুন্যতার কারনে ফরিদগঞ্জের সাব রেজিস্টার অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্মরত আছেন। নতুন অফিসার নিয়োগ হলে তা সমাধান হয়ে যাবে। আপনারা আপনাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার এর কাছে আবেদন করেন। তাহলে কিছু হলেও সমাধানের পথ পাবেন।’
এব্যাপারে জেলা রেজিস্টার অফিসার সৈয়দা রৌশনারা মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।
এদিকে হাইমচরে সাব রেজিস্টার অফিসে একজন স্থায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য সরকারের প্রতি ভুক্তভোগীরা অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদক- বি এম ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur