সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক ভন্ডপীরকে চাঁদা না দেওয়ায় তাঁর ভক্তরা ৮ জনকে কুপিয়ে জখম করেছে।একই গ্রামের দুই পরিবারের ওপর দুই দফা দফা হামলা ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের শরিয়ত উল্লাহ (২৪), তার পিতা রহিম উদ্দিন (৬০), মাতা নুর জাহান (৫০) ও বোন আছিয়া (১৬), ইসমাইল মিয়া (৩০) ও একই গ্রামের সামছু মিয়াকে (২৫)পিটিয়ে গুরুতর আহত করে ‘পীর বাবা’র লোকজন।
এসময় তাদের চিৎকার শুনে ইসমাইল মিয়ার বৃদ্ধা মা আলেকজান বিবি (৬০) ছুঁটে গেলে তাকেও ভন্ডপীরে ভক্তরা লোহার রড দিয়ে বেধম আঘাত করে আহত করা হয়। এ সময় তারা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও ওই পরিবার গুলো অভিযোগ করে।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইলে একধিকবার কল দিলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
নিউজ ডেস্ক || আপডেট: ১০:৪৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur