সিলেটে বন্যার্তদের পাশে ফরিদগঞ্জের একদল যুবকরা

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১০ আলীর গাঁ ইউনিয়নের প্রত্যন্ত হাওড় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের একদল যুবকরা।

২৫ জুন শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ফরিদগঞ্জের একদল স্বপ্নবাজ তারুণ্যের প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ পেঁয়াজ, ২ আলু, ১ কেজি বিস্কিট, ১ ডজন মোমবাতি, ১০ টি খাবার স্যালাইন, ১ পাতা নাপা, ১ পাতা মেট্রোনিরাজল এবং ঠান্ডা জনিত রোগের ও পানি বিশুদ্ধকরণ ঔষধ।

এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন, ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:জাহিদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা শাহজালাল সুইট, মো: কামরুল ইসলাম, মো: আতাউর রহমান ফয়সাল, মো: এমরান হোসেন এবং মো: ফয়সাল পাটোয়ারী ।

বন্যার্থদের খাদ্য সামগ্রী দিয়ে আমাদেরকে যারা সহযোগিতায় আমাদের স্বপ্ন পূরণে আর্থিক ও মানষিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই যুবকরা।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ জুন ২০২২

Share