ভেজাল খাদ্য সামগ্রী রাখা ও বিক্রির দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারায়,ফরিদগঞ্জ বাজারের রাসেল আইসক্রিম ফ্যাক্টরীর মালিক রাসেল আহম্মেদ (৪১) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ জুন শুক্রবার রাত ১০ টায় ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা এবং এস.আই নাছির উদ্দিন সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে রাসেল আইসক্রিম ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণের মেয়াদবিহীন আইসক্রিম ও কাপড়ের রং এবং বিভিন্ন অনুমোদনহীন রাসায়নিক সামগ্রী উদ্ধার করে।
পরে সেগুলো সাধারণ মানুষ ও সংবাদিকদের সামনে গাড়ির চাকা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় রাসেল আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাসেলকে ভােক্ত অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।
পুলিশ রাসেলকে আটক করে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করেন।
এ বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা উপস্থিত সাংবাদিকদের জানান,আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাসেল বেআইনিভাবে আইসক্রিম ফ্যাক্টরিটি পরিচালনা করে আসছেন।
তিনি নোঙ্গরা পরিবেশ,লাইসেন্সস বিহীন,কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও বেজাল এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি ও উৎপাদন করে আসছেন।
উক্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারা মােতাবেক তাকে ৩ মাসের কারাদন্ড ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
শিমুল হাসান
১৬ জুলাই ২০২২
এজি