চাঁদপুরের হাজীগঞ্জে গত কয়েক দিনে ৫ টি হাসাপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টারসহ ছয় প্রতিষ্ঠানে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তিনি হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আলা চক্ষু হাসপাতাল, মা ডেন্টাল কেয়ারে লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানের উপস্থিতি টের পেয়ে আলীগঞ্জ চক্ষু হাসপাতাল, হাজীগঞ্জ চক্ষু হাসপাতাল ও এ-মিশন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ সটকে পড়ে। পরে ওই তিনটি প্রতিষ্ঠানকেও সিলগালা করে দেয় প্রশাসন।
ওইসময় উপস্থিত ছিলেন, স্যানাটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
হাজীগঞ্জে ১৬টি হাসপাতালের মধ্যে যথাক্রমে শাহমিরান হাসপাতাল, বিসমিল্লাহ হাসপাতাল, ভিআইপি হাসপাতল ও গোল্ডেন হাসপাতালের চলতি অর্থ বছরের লাইসেন্স নবায়ন সম্পূর্ণ হয়েছে। এছাড়া হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার এন্ড হসপিটাল, শুকরান হসপিটাল, ইসলামীয়া মর্ডান হসপিটাল,পপুলার হসপিটাল,মিডওয়ে হসপিটাল সহ ৯ টি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন। একটি হাসপাতাল পরিচালনা করতে নয়টি দপ্তরের লাইসেন্সের প্রয়োজন। তার মধ্যে সব দপ্তরের লাইসেন্স নবায়ন যথাসময়ে হলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন দীর্ঘসূত্রিতায় এ সমস্যার সৃস্টি হয়েছে বলে জানান হাসপাতাল মালিকেরা।
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির বলেন, যারা অনুমোদনহীন এবং যাদের কোন ধরনের লাইসেন্স নেই তাদের কে সিলগালা করাই ছিলো মূল উদ্দেশ্য। যখনই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়ন করবে বা লাইসেন্স পাবে সাথে সাথে সেগুলো খুলে দেয়া হবে। এটা একটা শুদ্ধি অভিযান।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩১ মে ২০২২