চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ১ লাখ ৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। ৪ সেপ্টেম্বর শনিবার এসব টিকা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। এতে করে টানা ৬ দিন বন্ধ থাকার পর ৫ সেপ্টেম্বর রোববার সকাল থেকে চাঁদপুরে পুনারায় শুরু হতে যাচ্ছে টিকা প্রদান কর্মসূচি।
এ বিষয়ে সিভিল সার্জন জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক লক্ষ ৫ হাজার টিকা গ্রহণ করেছি। ইনশাল্লাহ ৫ সেপ্টেম্বর রোববার সকাল নয়টা থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে এবং পাশে লেডি প্রতিমা স্কুলে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন এবং পূর্বে মেসেজ পেয়েছেন তাদের পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়েও টিকা প্রদান শুরু হবে।
এর আগে চাঁদপুরে টিকার মজুদ শেষ হওয়ায় ৩০ আগস্ট থেকে চাঁদপুরে করোনার টিকা দেওয়া বন্ধ হয়ে যায়।
স্টাফ করেসপন্ডেন্ট, ৪ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur