Home / উপজেলা সংবাদ / কচুয়া / সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেলেন ইবনে আল জায়েদ হোসেন
সিনিয়র

সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেলেন ইবনে আল জায়েদ হোসেন

কচুয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন সিনিয়র সহকারী সচিব ( ৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন। ১৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত ২৬৮জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৫ (বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (জাতীয় বেতন স্কেল, ২০১৫) এর ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেয়া হয়।

জানা গেছে, মো. ইবনে আল জায়েদ হোসেন ২০১৮ সালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি কচুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২২ সালের ২৩শে জানুয়ারি যোগদানের পর থেকে অত্যন্ত সুনাম ও সততার সাথে সাধারন মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক মো. তোফাজ্জল হোসেনের সুযোগ্য সন্তান।

কর্মজীবনে আরো সাফল্য অর্জনে সকলের দোয়া চেয়েছেন তিনি। এদিকে কচুয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা, উপজেলা প্রশাসনসহ কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ সেপ্টেম্বর ২০২৩