সংসদ ভবন থেকে ইঁদুর নিশ্চিহ্ন করতে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আর এতে খরচ হবে ৫ লাখ ১৪ হাজার টাকা। ঘটনাটি অবশ্য বাংলাদেশের নয়,পাকিস্তানের।
দেশটির সংসদ থেকে ইঁদুর নিশ্চিহ্নে নেয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ রুপি,যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১৪ হাজার টাকা।
এ প্রকল্পের সঙ্গে নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন,সোমবার ১৯ আগস্ট এ প্রকল্পটি অনুমোদিত হয়েছে। ইঁদুর শিকার এবং ভক্ষণে দক্ষ বিড়াল মোতায়েনের পাশাপাশি পার্লামেন্টের বিভিন্ন স্থানে বিশেষ ইঁদুরের ফাঁদও পেতে রাখা হবে।
দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রুবে ভুগছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবন। দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২১ আগস্ট ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur