আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্র লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । এবিষয়ে দলের সভাপতি তারিখ নির্ধারণ করবেন ।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এক সভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তথ্য ও গবেষণা সম্পাদক ড۔সেলিম মাহমুদকে আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেয়া হয়েছে ।

২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড۔হাসান মাহমুদকে সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ।

১০ মে ২০২২
এজি

Share