উপজেলা সংবাদ

সিদ্দিকা বেগম বালিকা বেগম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মো. কামাল হোসেন খান, মতলব উত্তর (চাঁদপুর) | আপডেট: ১২:৫৩ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৫, বুধবার

ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও এমপিএ চিকিৎসক ডা. নওয়াব আলী মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের কার্যকরী কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য মোঃ গোলাম হোসেন সর্দার, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের কার্যকরি কমিটির সদস্য ও ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আলমগীর হোসেন সরকার, মোঃ আলাউদ্দিন প্রধান, অভিভাবক প্রতিনিধি ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সিনিয়র প্রভাষক মোঃ কামরুন হাসান, অভিভাবক সদস্য মোঃ বিল্লাল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন, মোঃ মনির হোসেন প্রমুখ।

সভায় সামনের এসএসসি পরীক্ষায় কীভাবে শতভাগ পাশসহ জিপিএ-৫ পাওয়া যায় তার জন্য শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য,অভিভাবকরা বিভিন্ন মতামত দেন এবং এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করার কতগুলো পদক্ষেপ গ্রহণ ও শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share