Home / চাঁদপুর / সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিলের আহ্বায়ক হলেন রোকনুজ্জামান রোকন
সিটিজেন

সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিলের আহ্বায়ক হলেন রোকনুজ্জামান রোকন

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল-২০২৫ ধানমন্ডি সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শনিবার বিকালে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর পরিচালনায় সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৪ ই মার্চ ২০২৫ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উপস্থিত সকলের সম্মতিক্রমে ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের প্রচার সচিব, দৈনিক চাঁদপুরজমিন ও জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, চাঁদপুরের কৃতি সন্তান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকনকে আহ্বায়ক ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী কমিটির সমাজকল্যাণ সচিব ও স্বাস্থ্য বিষয়ক সচিব ডাক্তার ফারজানা ইসলামকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেনঃ হাজী মোতালেব মাশরাকী, ড্যাফোডিল ইউনিভার্সিটি অধ্যক্ষ ডক্টর শহীদ মঞ্জু, বিশিষ্ট সমাজ সেবিকা ও ব্যবসায়ী ফাতেমা আক্তার, বিশিষ্ট সমাজ সেবিকা তন্দ্রা বড়ুয়া ও বিশিষ্ট বিজ্ঞানী মোরশেদা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সফল উপদেষ্টা ডঃ হোসেন জিল্লুর রহমান।

স্টাফ রিপোর্টার, ২ মার্চ ২০২৫