’সিজারের অন্যতম কারণ মেয়ের মা’

‎Friday, ‎26 ‎June, ‎2015   03:15:23 PM

চাঁদপুর টাইমস স্বাস্থ্য ডেস্ক:

সন্তানসম্ভবা নারীর নিরাপদ ডেলিভারির জন্য সিজার না নরমাল ডেলিভারি কোনটি বেশি নিরাপদ তা নিয়ে বিতর্ক রয়েছে। স্বাস্থ্য বিষয়ক লেখক, মিডিয়া ব্যক্তিত্ব ও হেলথ নিউজ বিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক সাকলায়েন রাসেল বলছেন, ‘নরমাল ডেলিভারি সিজারের চেয়ে অনেক ভালো।’

সিজারের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, ‘সন্তান ও মায়ের সম্ভাব্য শারীরিক ঝুঁকি এড়াতে সিজারের আশ্রয় নেয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থের যোগান বেশি থাকে তাই সিজারে চিকিৎসকদের আগ্রহ বেশি থাকে। আমি মানি আর নাই মানি এটা রোগীদের খুব কমন অভিযোগ।’

সিজারে চিকিৎসকদের আগ্রহের বিষয়ে ডা. সাকলায়েন আরো বলেন, ‘সিজার করতে এক ঘণ্টাও লাগে না। নরমাল ডেলিভারি করাতে ঘণ্টার পর ঘণ্টা লাগে। গাইনি বিশেষজ্ঞের এক রোগীর পেছনে এতো সময় দেওয়ার সময় কোথায়?”

তবে সিজারের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সিজারের অন্যতম কারণ মেয়ের মা। মেয়ের মায়ের কমন উক্তি, আমার মেয়ে যে দুর্বল আর ভীতু ও জীবনেও নরমাল ডেলিভারির ব্যথা সইতে পারবে না। ডাক্তার, আপনি সব চিন্তা বাদ দিয়ে সিজার করে দেন।’

তিনি বলেন, ‘সারাবিশ্বে নরমাল ডেলিভারির প্রতি আগ্রহ বাড়ছে। আর আমাদের দেশে সিজার বাড়ছে। আমাদের দেশে অনেক গাইনি বিশেষজ্ঞ, অনেক ক্লিনিক অঘোষিতভাবে নিজেদের নরমাল ডেলিভারিমুক্ত ঘোষণা করেছে।’

নরমাল ডেলিভারিতে প্রতি গুরুত্ব দিয়ে ডা. সাকলায়েনের প্রস্তাব হচ্ছে, ‘নরমাল ডেলিভারির চার্জ সিজারের চেয়ে বাড়িয়ে দেয়া হোক। ব্যাথা মুক্ত নরমাল ডেলিভারির উদ্যোগ নেয়া হোক এবং এর ভালো দিকগুলো বেশি বেশি প্রচার করা হোক।
কানাডা থেকে শুরু করে উন্নত অনেক দেশই এখন সিজারের জন্য অপারেশন থিয়েটার নয়, লেবার রুম আধুনিক সাজে সাজাতে বেশি ব্যস্ত।’

তবে যে রোগীর নরমাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ তাকে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই সিজার করাতে হবে বলে ডা. সাকলায়েন রাসেল মত দেন।- বাংলামেইল

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share