সিগারেটের আগুন থেকে চাঁদপুর সদর উপজেলা নতুন ভবনের নিচতলার একটি রুমের মালামাল পুড়ে গেছে। বুধবার দুপুরে সদর উপজেলা ভবনের রুমে কালো ধুয়া বের হতে দেখেন কর্মচারীরা।
পরে রুমের মালামালে আগুন লাগতে দেখে সেখানকার কর্মচারীরা ফায়ার স্টেশনে খবর দেন।
এছাড়া আগুনের তীব্রতা দেখে কর্মচারীরা নিজেরাই বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা সক্ষম হন।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ঘটনা স্থল পরিদর্শন করে এবং আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস টিমের প্রধান আবদুল কাদের চাঁদপুর টাইমসকে জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অফিসিয়ার কিছু মালামাল ছিলো সেগুলো পুড়েছে, ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।’
এদিকে আগুন নেভাতে গিয়ে সদর উপজেলা উজ্জ্বল (২২) নামের এক কর্মচারী আহত হয়েছেন। আহত উজ্জ্বলকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
]শরীফুল ইসলাম [/author]
: আপডেট ৮:১৭ পিএম, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ