চাঁদপুর

সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০৪:১৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০১৫, রোববার

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোইডার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রস্তাবিত ট্রাস্ট আইন ২২ (খ) বাতিল ও চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

রোববার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে সংগঠনের প্রায় ২শ’জন সি.এইচ.সিপি’র অংশ গ্রহনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন পূর্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী এবং চাঁদপুর প্রেসসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, সংগঠনের সভাপতি রিয়াদ খান, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। পরবর্তী সরকার এসব ক্লিনিক বন্ধ করে দিলেও পুনরায় আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর গ্রামাঞ্চলের হত দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৩ হাজার ৮শ’ ১৩জন হেলথ প্রোভাইডার নিয়োগের মাধ্যমে ক্লিনিকগুলো চালু করেন। এসব হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরীর মেয়াদ ২০১৬ পর্যন্ত। এর মধ্যে তাদের চাকুরী জাতীয়করণ না করলে, তারা আর কোন সরকারি চাকুরীর সুযোগ পাবেনা। তাই তারা সরকারের কাছে ট্রাস্ট আইন বাতিলসহ চাকুরী জাতীয় করনের দাবী জানান।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share