চাঁদপুর সি.ই.আই পলিটেকনিক ইনস্টিটিউট এর ষোলঘর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ আলমের পদত্যগের দাবিতে দ্বিতীয় দিনেও মানববন্ধন ও স্বাকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের কাছে স্বরকলিপি প্রদান করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. শাহ আলমের অনিয়ম আর দুর্নীতিসহ শিক্ষকদের সাথে খারাপ আচরণ, অন্যায় ভাবে শিক্ষকদের উপর নির্যাতন করে আসছে বলে দাবি করে।
এর আগে মঙ্গলবার অধ্যক্ষ মো. শাহ আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দেখিয়ে আন্দোলন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ওইদিন অধ্যক্ষ মো. শাহ আলম উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষক মোর্শেদকে লাঞ্ছিত করে। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কার্যালয়ের আসবাবপত্র ভাংচুৃর করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮ম পর্ব সিভিল বিভাগের তৌহিদ বিন হাসন, ৬ষ্ঠ পর্ব কম্পিউটার বিভাগের আব্দুল্লাহ দিয়াব, ৫ম পর্ব কম্পিউটার বিভাগের তুষার খান, ৫ম পর্ব সিভিল বিভাগের আরিফ হোসেন, ৩য় পর্ব সিভিল বিভাগের ইউসুফ শেখ, ৩য় পর্ব ইলেকট্রিক্যাল বিভাগের জিহাদুল ইসলাম, ১ম পর্ব মেরিন বিভাগের রাশেদ আলম, ১ম পর্ব কম্পিউটার বিভাগের আতিকুর রহমান, ১ম পর্ব ইলেকট্রিক্যাল বিভাগের আব্দুর রহমান মিজি প্রমুখ।
প্রতিবেদক- : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ২ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ