চাঁদপুরের মতলব দক্ষিণে সিঁধ কেটে চুরির অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
আটক যুবক উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুমহিসা গ্রামের কাদির মিয়াজীর ছেলে।
তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় চুরির মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওমর ফারুক গত সোমবার (২১ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটায় একই ইউনিয়নের ভানুরপাড় গ্রামের প্রবাসী জসিম মিয়াজীর ঘরে অভিযুক্ত ওমর ফারুক সিঁধ কেটে ভেতরে ডুকে । প্রবাসীর স্ত্রী নাজমা বেগম টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার দিলে বাড়ির ও আশ পাশের লোকজন এসে তাকে হাতেনাতে আটক করে|
স্থানীয় মেম্বার হাবিব উল্লাহ খবর পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইন-র্চাজ মুহাম্মদ কুতুব উদ্দিনকে অবহিত করলে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয় ।
স্থানীয়রা আরো জানান, তার বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে।
থানার অফিসার ইন-র্চাজ কুতুব উদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, ‘ওমর ফারুক সিঁধ কেটে চুরি করতে গেলে স্থানীয়রা হাতে নাতে ধরে পুলিশে সোর্পদ করে। তার বিরুদ্ধে থানায় চুরির মামরা হয়েছে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/10/Mahfuj-Mollik.jpg” ] প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur