চাঁদপুরে সাহিত্য একাডেমী আয়োজনে নবান্ন উৎসব উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে তিনটি ক্যাটাগরিতে নবান্ন বিষয়ক কবিতা আবৃত্তি নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যাপিকা শাহানারা বেগম, হাসান আলী মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইসমত আরা শাফী বন্যা ও অধ্যাপিকা সবিতা বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, নির্বাহী কমিটির সদস্য লেখক ও গবেষক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া,নূরে আলম পাটওয়ারী, নবান্ন উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক আশিক বিন রহিম, মুহাম্মদ ফরিদ হাসান প্রমুখ।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য নবান্ন উৎসবে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিবেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি অঞ্জনা খান মজলিশ।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur