Home / চাঁদপুর / সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর সম্পন্ন
সাহিত্য

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর সম্পন্ন

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর ২৭ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ একাডেমী মিলনায়তনে আয়োজিত এ আসরে সভাপ্রধানের বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত। তিনি বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর স্থগিত ছিলো। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ আবার মাসিক সাহিত্য আসরে আমরা সমবেত হয়েছি। করোনার এই সময়ে আমরা লেখক প্রকৌঃ মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর মনোহর আলীসহ অনেককে হারিয়েছি। তাদের আত্মার শান্তি কামনা করি।

তিনি বলেন, কিছুদিন আগে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব ঘটনায় আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শিল্পী-সাহিত্যিকদের সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, সাহিত্য একাডেমীর জন্যে আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। একাডেমির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সিদ্ধান্ত সাপেক্ষে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

আসরটি সঞ্চালনা করেন সাহিত্য একাডেমীর নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি, প্রবীণ লেখক তছলিম হোসেন হাওলাদার, কবি ইকবাল পারভেজ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ, লেখক মুহাম্মদ ফরিদ হাসান, সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক, লেখক আশিক বিন রহিম, চাঁদমুখ-এর প্রতিষ্ঠাতা ও লেখক এইচএম জাকির, তরুণ লেখক ইয়াছিন দেওয়ান, তানজিল আহমেদ প্রমুখ।

সাহিত্য আসরে সম্প্রীতির কবিতা পাঠসহ স্বরচিত লেখা পাঠ এবং সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত লেখকরা।

উল্লেখ্য, আগামী সাহিত্য আসর ২৪ নভেম্বর বুধবার ২০২১ অনুষ্ঠিত হবে। এছাড়া লেখকদের জন্যে সাহিত্য একাডেমী প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসরে সভাপ্রধানের বক্তব্য রাখছেন একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত।

স্টাফ করেসপন্ডেট