সাহিত্য একাডেমিতে যুক্ত হলো রবীন্দ্র-রচনাবলি ৩০ খণ্ড
বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী সুদীপ্ত সালাম সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা ঐতিহ্য থেকে প্রকাশিত ৩০ খণ্ড রবীন্দ্র-রচনাবলি প্রদান করেছেন। ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার তিনি এ মূল্যবান বই প্রদান করেন।
সাহিত্য একাডেমি-সূত্রে জানা যায়, প্রায় ২৩ হাজার পৃষ্ঠার এ রচনাবলির মূল্য ৩০ হাজার টাকা। একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসানের অনুরোধে আলোকচিত্রী সুদীপ্ত সালাম বইগুলো সাহিত্য একাডেমির জন্য প্রদান করেন।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় একাডেমিতে মহাপরিচালক কাদের পলাশের কাছে এসব গ্রন্থের কপি হস্তান্তর করেন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান।
এসময় সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, সাধারণ সদস্য মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু উপস্থিত ছিলেন।
সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান জানান, বিশিষ্ট আলোকচিত্রী সুদীপ্ত সালামের প্রদত্ত গ্রন্থগুলো একাডেমি লাইব্রেরিতে রাখা হবে। এতে পাঠক, লেখক ও গবেষকরা উপকৃত হবেন।
সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ জানান, আলোকচিত্রী সুদীপ্ত সালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, সাহিত্য নিয়ে পঠ-পাঠন. চর্চা ও গবেষণা বৃদ্ধি হোক। এ বইগুলো একাডেমির পাঠাগারকে সমৃদ্ধ করেছে।
প্রেস বিজ্ঞপ্তি/
১৩ ডিসেম্বর ২০২৫