নানাভাবে আলোচিত-সামলোচিত ধর্ম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরি তার বই প্রকাশের জন্য প্রকাশক খুঁজছেন। মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ১২ টায় তিনি তাল ভ্যারিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসা দিয়েছেনচ।
স্ট্যাটাসে তিনি জানান. ‘সৎ এবং সাহসী প্রকাশক খুঁজছি আমার বইয়ের। গল্প, উপন্যাস, ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, আত্মজীবনীর জন্য প্রকাশক। বাংলাদেশে খুঁজছি যে আমার বই বের করবে খুব যত্ন করে, চমৎকার প্রুফ দেখবে, ভালো প্রচ্ছদ তৈরি করবে, প্রডাকশান অসাধারণ করবে, ডিস্ট্রিবিউশান দেশময় করবে।’
তিনি আরো বলেন, ‘খুঁজছি যে আমার বাক স্বাধীনতায় বিশ্বাস করবে, আমার মত প্রকাশের অধিকারকে সম্মান করবে, আমার নিষিদ্ধ বইগুলোর ওপর থেকে সরকারি নিষেধাজ্ঞা ওঠাতে চেষ্টা করবে, আমার বইয়ের পাইরেট প্রকাশনা বন্ধ করার জন্য উদ্যোগ নেবে, যারা প্রচ্ছদে আমার নাম ও ছবি দিয়ে নিজেদের বই বের করে– তাদের অসততা বন্ধ করার ব্যবস্থা করবে। খুঁজছি যে আমাকে আমার প্রাপ্য রয়্যালটি দেবে। আছে কেউ?’ (সূত্র- ফেসবুক স্ট্যাটাস)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:২৯ এএম, ২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ