Home / তথ্য প্রযুক্তি / সাশ্রয়ী দামের একটি ফোনে এক চার্জে চলবে ২০ দিন
সাশ্রয়ী দামের একটি ফোনে এক চার্জে চলবে ২০ দিন
ইনটেক্স ক্লাউড ব্রিজ

সাশ্রয়ী দামের একটি ফোনে এক চার্জে চলবে ২০ দিন

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স দেশটির বাজারে সাশ্রয়ী দামের একটি ফোন বাজারে ছাড়লো। ফোনটির মডেল ইনটেক্স ক্লাউড ব্রিজ।

এই হ্যান্ডসেটের দাম ৩ হাজার ৯৯৯ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪ হাজার ৬৩৫ টাকা। ফোনটি কোম্পানির ওয়েবসাইটে তালিকাভূক্ত করা হয়েছে। আর প্রথম থেকেই স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে।

ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট।ডুয়াল সিমের এই ফোনের ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৪৮০×৮৫৪ পিক্সেল। স্ক্রিনে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন।

হ্যান্ডসেটটিতে আছে ১.২ গিগাহার্জের মিডিয়াটেক প্রসেসর এবং ১ জিবি র‌্যাম।

ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিল্টইন মেমোরি ৮ জিবি, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।

ফোনে ব্লু-টুথ, ওয়াই-ফাই, জিপিএস/ এ-জিপিএস, ৩ জি, এফএম রেডিও এবং মাইক্রো ইউএসবি-র মতো কানেক্টিভিটি রয়েছে।

এই স্মার্টফোন গ্র্যাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে। এর ব্যাটারি ২৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। টকটাইম ৪-৬ ঘন্টা।

২০ দিন স্ট্যান্ডবাই থাকবে বলে বলে দাবি করা হয়েছে। ফোনটি শুধু কালো রঙেই পাওয়া যাবে।

নিউজ ডেস্ক || আপডেট: ০৮:২২ অপরাহ্ন, ০৪ মার্চ ২০১৬, শুক্রবার