Home / চাঁদপুর / সাশ্রয়ী মূল্যে হাসপাতালে খাবার দেওয়ার উদ্যোগ নিলেন জুয়েল
চাঁদপুর সরকারি

সাশ্রয়ী মূল্যে হাসপাতালে খাবার দেওয়ার উদ্যোগ নিলেন জুয়েল

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সাথে আসা স্বজনদের জন্য লাভ বিহীন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ভ্রাম্যমাণ খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

তিনি রোববার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতাল প্রাঙ্গণে ভ্রাম্যমাণ ফুড সার্ভিস সূচনা হয়। শুধু তাই নয় খাবার নিতে আসা রোগীদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে ৬ ফুট গোল বৃত্ত দেওয়া হয়।

জিল্লুর রহমান জুয়েল জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিবারের জন্য ভ্রাম্যমান ফুড সার্ভিস এর ব্যবস্থা করা হয়েছে। এখানে রোগীরা সাশ্রয়ী মূল্যে প্যাকেটজাত খাবার পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ খাবার বিক্রি করা হবে।

এ সময় এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ কামরুল ইসলাম, পাবেল, কামাল, সুমন ও সম্রাট।

শরীফুল ইসলাম,২৯ মার্চ ২০২০