কচুয়ায় সালিশ বৈঠকে হামলায় আহত ৩

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে শনিবার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত ৩জন গুরুতর আহত হয়েছে।

প্রতিপক্ষের হামলায় আহতরা হচ্ছে, কান্দিরপাড় গ্রামের দেলোয়ার হোসেন,জোসনা বেগম ও চন্দ্রবান বেগম।

এ ঘটনায় হামলার শিকার দেলোয়ার হোসেন শনিবার বাদী হয়ে একই গ্রামের ৫ জনের নাম ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,শনিবার সকালে দেলোয়ার হোসেন ও একই বাড়ির আব্দুল মান্নানের ছেলে ইলিয়াছ হোসেনের সাথে সম্পত্তিগত বিরোধ নিয়ে সাবেক ইউপি সদস্য মোখলেছ মেম্বারের বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালীন বিভিন্ন কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ইলিয়াছ মিয়া উত্তেজিত হয়ে সালিশীদের উপস্থিতিতে নিরীহ দেলোয়ার হোসেনের উপর দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালায়।

এসময় তার মা চন্দ্রবান বেগম ও বোন জোসনা বেগম এগিয়ে আসলে তাদেরও বেধম মারধর করে গুরুতর আহত করে। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা চলছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু

Share