হাইমচর

হাইমচরে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর হাইমচরে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলে ও ১ ক্রেতাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৬ অক্টোবর) মেঘনায় মা ইলিশ সংরক্ষন অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ট্রান্সফোর্স কমিটির সভাপতি সমর কান্তি বসাক এর নির্দেশে ঈশানবালা বায়ের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাদেকুর রহমান সঙ্গী ফোর্স ও নীল কমল নৌ- পুলিশ ফাড়ি ইনর্চাজ আব্দুর রহমান সহ অভিযান পরিচালনা করে ৫ জেলেকে আটক করে,১৪শ মিটার কারেন্ট জাল জব্দ করে।

আটককৃতরা হলেন শরিয়তপুর জেলার হাফেজ আলী(২০) পিতাঃ আবুল হোসেন, রাজিব মোল্লা(১৮) পিতাঃ কুদ্দুছ আলী,মোস্তফা (৪৫) পিতাঃ রনজত আলী,আলী দেওয়ান(৩৫) পিতাঃ নূর মোহাম্মদ, মামুন বেপারী(২০) পিতাঃ ফজলুল হক বেপারী।

এছাড়া হাইমচর থানার এ এস আই সুমন সরকার কাটাখালী এলাকা থেকে ১৮ পিস ইলিশ মাছ সহ আনোয়ার গাজীর ছেলে মোঃ কালু গাজী (১৮) মা ইলিশ ক্রয় এর অপরাধে ১ বছর কারাদণ্ড দেন।

প্রতিবেদক: বিএম ইসমাইল

Share