১৯ বছরেরে পুরনো কৃষ্ণসার হরিণ হত্যা ও পাচার মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জোধপুর আদালত। কুখ্যাত এই ‘ব্ল্যাকবাক পোচিং কেস’-এ সালমান খানকে দোষী সাব্যস্ত করেন আদালত।
একই মামলার অন্য আসামিরা হলেন সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, নীলম আর টাবু। নির্দোষ জানিয়ে আদালত এ মামলা থেকে তাঁদের অব্যাহতি প্রদান করেন। তবে, এ মামলায় সালমান এই বিশেষ আদালত থেকেই জামিন পেতে পারেন। তাই, তাঁকে জেলে না-ও যেতে হতে পারে।
এর আগে, ‘কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যা অভিযোগে সালমানকে ফাঁসানো হয়েছে’ বলে গত ৪ জানুয়ারি জোধপুর আদালতে দাবি করেন সালমান খানের আইনজীবী। সাক্ষীরা মিথ্যে বয়ান দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
১৯৯৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন রাজস্থানের কঙ্কনি গ্রামে ছিলেন সালমান খান। সেখানেই কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ফিনান্সিয়াল এক্সপ্রেস