চলতি অর্থবছর (২০২২-২৩) ৫০ হাজার মে.টন গম এবং ৩০ হাজার মে.টন ইউরিয়া সার কিনবে সরকার। এ লক্ষ্যে আলাদা আলাদা দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।
ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.সাবিরুল ইসলাম এ তথ্য জানান।
বুধবার ২০ জুলাই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.সাবিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রসিভা কমিটির সভায় ১০ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
অতিরিক্ত সচিব জানান,শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এসএবিআইসি এগ্রি-নিউট্রিন্টস কোম্পানির মাধ্যমে সৌদি আরব থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মে.টন (১০ %+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।
এ চালানে সার কিনতে ১৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৫শ টাকা ব্যয় হবে।
তিনি বলেন,‘ খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের জন্য মেসার্স এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মে.টন (+৫ %) গম কেনা প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। গম কিনতে ২০৯ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা ব্যয় করা হবে।’
২০ জুলাই ২০২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur