চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১২ জানুয়ারি বুধবার শাহরাস্তি পৌরসভাধীন ঠাকুর বাজারে বিভিন্ন সারের দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ওই সময় সার বিক্রয়ের লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় একজন দোকানদারকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় শাহরাস্তি উপজেলার সকল সার ব্যবসায়ীদেরকে লাইসেন্স গ্রহণ করে সরকার প্রদত্ত মূল্যে এবং সারের মূল্য তালিকা প্রদর্শন পূর্বক কৃষকদের মাঝে সার বিক্রয় করার জন্য অনুরোধ করেন। অন্যথায় এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহায়তা করেছেন উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১২ জানুয়ারি ২০২২