সারাদেশ

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধনে অভিযান শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই দু’দফা নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশের প্রতিষ্ঠানগুলো পরিষ্কারের মাধ্যমে মশা নিধনে অভিযান শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লুকিয়ে থাকা এডিস মশা নিধন ও এলাকাবাসীকে এ সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হচ্ছে। অনেকে শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণও করছেন। বিশেষ গুরুত্বের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিশেষ ক্যাম্প স্থাপন করেছে। ক্যাম্পে ৫৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়টি করে অ্যারোসল স্প্রে’র ক্যান বিতরণ করা হয়।

এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে ডেঙ্গু নিধন ও জনসচেতনতা তৈরি কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এ সময় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন,‘আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত সব এলাকা থেকে এডিস মশা মুক্ত করা হবে। ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ১১ টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব এলাকা পরিষ্কার হয়ে যাবে। আমরা মনে করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে।’

ভিকারুননিসার কর্র্তৃপক্ষ জানায়, মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রতি প্রতিষ্ঠানকে ছয়টি করে অ্যারোসল স্প্রের ক্যান দেওয়া হয়েছে। তা দিয়ে ক্লাসরুমে ও ক্যাম্পাসের ভেতরে মশা নিধন করা হচ্ছে।

এ ছাড়া প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন কার্যক্রম হিসেবে জমে থাকা পানি নিষ্কাশন, ময়লা-আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধনে ও জনসচেতনতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ডিপিইর কর্মকর্তাদের নিয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। প্রতিদিন এসব টিম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে ডিপিইর পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক এনামুল কাদের বলেন,‘ডেঙ্গুর ভয়াবহতা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের রক্ষা করতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’ এ ছাড়া জনসচেতনতা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

Share