সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮২৩

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮শ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়,গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২ শ ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এ সময়ে অন্যান্য অপরাধে আরও ৫শ ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

১০ সেপ্টেম্বর ২০২৫
এ জি