সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ও মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ

সারা দেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে  এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে ওজিএসবি এবং সর্বস্তরের চিকিৎসকদের ব্যানারে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন রোববার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে এ আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে একইসাথে ডা. মিলি, ডা. শাহজাদী ও ডা. মুনার নিঃশর্ত মুক্তির দাবি জানান চিকিৎসকরা।

এতে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাৎ হোসেন, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. আফরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, সিনিয়র  কনসালটেন্ট (মেডিসিন) ডা. সালেহ আহমেদ, ওজিএসবি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. তাবেন্দা আক্তার, সরকারি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো) ডাঃ মোঃ শাহাদাত হোসেন, ডাঃ আনিসুর রহমান, সার্জারি ডাঃ রফিকুল হাসান ফয়সাল, ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

ওজিএসবি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা জানান, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. মিলি, ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করা হয়েছে। একটি ঘটনার তদন্ত হওয়ার আগেই ৩জন চিকিৎসককে গ্রেফতার করা নিন্দনীয়। আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। 

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৬ জুলাই ২০২৩

Share