চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র বিরুদ্ধে বুধবার দু’টি জাতীয় দৈনিক পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (৩০ নভেম্বর) ঢাকার পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের মিলনায়তনে ঢাকাস্থ- কচুয়া সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঢাকাস্থ-কচুয়া সমিতির সি.সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সহ-সভাপতি, ঢাকা শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জি.এম আতিকুর রহমান। বক্তব্য রাখেন, সম্পাদক মো. হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জি.এম আতিকুর রহমান বলেন, ‘ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সংসদ সদস্য ও দু’বার মন্ত্রী থাকাকালিন কচুয়াকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়েছেন। তাই তারঁ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল অপ-প্রচারে লিপ্ত রয়েছে।’
লিখিত বক্তব্যে আরো বলেন, ‘অপরদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে নৌকা প্রতীকে কচুয়ায় পুনরায় চুড়ান্ত ভাবে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোড়ালো দাবী জানান। কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীরের বিকল্প নেই, তৃলমুল ও উপজেলা আওয়ামীলীগ তাঁর পক্ষে এবং তাকে ছাড়া এ আসনে অন্য কাউকে নৌকা প্রতীক দিলে মেনে নেবেনা ঢাকাস্থ-কচুয়া সমিতি বলেও লিখিত বক্তব্যে দাবী করেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, মো. জাহাংগীর হোসেন চৌধুরী, সদস্য ডা. শামসুদ্দুহা মজুমদার নিজাম, এ্যাড. শাহআলম ইকবাল, এ্যাড. আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন।
কচুয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এম.এ ইউসুফ পাটওয়ারী,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাহাংগীর হোসেন, সদস্য আবু ইউসুফ বরকান্দাজ ও ঢকা কলেজ শাখা ছত্রলীগনেতা কাজী তসিবুল ইসলামসহ কচুয়া উপজেলা সমিতির অন্যাণ্য সদস্যবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
৩০ নভেম্বর,২০১৮