Home / জাতীয় / ‘সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সম্ভব : প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি
M .ALI

‘সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সম্ভব : প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সম্ভব।

আজ শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবি-৫৫ আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী।

২০১৯ জুলাই – ২০২২ পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন সীমান্ত থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কোটি ২৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় জেলার বিচার বিচার বিভাগের সদস্যবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৭ সেপ্টেম্বর ২০২২
এজি