করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দুরুত্ব বাস্তবায়নে ব্রাকের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে। ব্রাক ফরিদগঞ্জের খাজুরিয়া শাখার আয়োজনে সোমবার সকালে থেকে শুরু করে খাজুরিয়া বাজার, আমিরা বাজারসহ আশপাশের বাজার গুলোতে দোকানের সামনে গোল বৃত্ত এঁকে দেন এবং জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার (প্রগতি) আব্দুল আলিম, খাজুরিয়া শাখা ব্যবস্থাপক (দাবী) সাদেকুর রহমান, শাখা ব্যবস্থাপক (ইউপিজি) মো. ইমারত হোসেন, হিসাব কর্মকর্তা তানজিরুল ইসলাম প্রমুখ।
এদিকে করোনা ভাইরাস( কোভিড-১৯) প্রতিরোধে আতন্ক নয়,চাই সচেতনতা এই শ্লোগানে লিফলেট ও আলোচনার মাধ্যমে সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে ব্রাকের হাইমর উপজেলার কর্মকর্তারা।
ব্রাক কর্মকর্তারা বলেন,করমর্দন ও কোলাকুলি একে অপরে থেকে ৩ফুট দূরত্ব বজায় রাখা।হাসি-কাশি দেওয়ার সময় রুমাল ও টিস্যু ব্যবহার করা। সাবান দিয়ে অন্তত ২০থেকে৩০ সেকেন্ড ধরে দুই হাত সাবান দিয়ে পরিস্কার করা। বিনা প্রয়োজনে চোখ কান ও মুখ স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
এসময় উপস্হিত ছিলেন হাইমচর উপজেলার ব্রাক শাখা এলাকা ব্যাবস্হাপক( দাবি)মোঃ আল আমিনসহ ব্র্যাক কর্মরত স্টাফবৃন্দ।
প্রতিবেদক : শিমুল হাছান ও বিএম ইসমাইল, ৩০ মার্চ ২০২০