চাঁদপুরের কচুয়ায় দরি-হায়াতপুর গ্রামে স্কুল ছাত্রীর বাল্য বিয়ের ঘটনার চেষ্টায় অভিযুক্ত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদারত।
সোমবার(৮ এপ্রিল) রাতে অমতে বিয়ের আয়োজনের চেষ্টা করার সময় ওই ছাত্রী ইউএনওকে ফোন কররে ইউএনও নীলিমা আফরোজ তাৎক্ষনিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে’কে ঘটনাস্থলে পাঠিয়ে বাল্য বিয়ের চেষ্টার আয়োজন বন্ধ করে দেন।
ভবিষ্যতে এ ধরনের আয়োজন বা অপকর্ম থেকে বিরত থাকবে মর্মে মোসলেকা নিয়ে বখাটে যুবক শাহাবুদ্দিনকে ছেড়ে দেন।
জানা গেছে, কচুয়ার দরি-হায়াতপুর গ্রামের অধিবাসী তাফাজ্জল হোসেনের কচুয়া শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রের্নীর ছাত্রী মুক্তা আক্তারকে একই বাড়ির শাহজালালের ছেলে মো.শাহাবুদ্দিন (চাচাতো ভাই)বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে এবং সোমবার জোর পূবর্ক বিয়ের আয়োজনের চেষ্টা করে।
পরে ওই ছাত্রীর ফোনে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে বাল্য বিবাহ প্রতিরোধ আইন ২০১৭ (৮) ধারা মোতাবেক যুবক শাহাবুদ্দিনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের রায় দেন।
এ সময় কচুয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, সেকেন্ড অফিসার মো. আলআমিনসহ স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৯ এপ্রিল,২০১৯