জাতীয়

সামর্থ্যবানদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ও সমাজের কল্যাণে সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কাজী মাহাবুব উল্লা স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, শিক্ষা বিস্তারে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।

বিত্তবানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদের নিজ নিজ গ্রামের দিকে তাকাতে, এলাকার দিকে তাকাতে বলবো, মানুষকে সহযোগিতা করতে বলবে।

তিনি বলেন, বিত্তবানরা উচ্চ শিক্ষা প্রসারে এগিয়ে আসবেন, মেধাবীদের শিক্ষায় এগিয়ে আসবেন, যাতে তারা দেশকে এগিয়ে নিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরতা হার ছিল মাত্র ৪৫ ভাগ। আমরা ক্ষমতা নেয়ার পর তা দ্রুত বেড়ে যায়। প্রতিটি জেলাকে নিরক্ষরমুক্ত করার জন্য কাজ করতে থাকি। ১৯৯৮ সালে অল্প সময়ের মধ্যেই স্বাক্ষরতার হার বাড়াতে পেরেছি।

নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার

এমআরআর  

Share