সেলফি (Selfie) তুলতে পছন্দ করেন? ঘণ্টায় ঘণ্টায় সেলফি (Selfie) তুলে আপলোড করছেন ফেসবুকে? খেতে, শুতে, গোসল করতে, বাজার করতে বা আড্ডায় সেলফি (Selfie) ছাড়া চলছে না? শখ করে নিশ্চয়ই একটা সেলফি (Selfie) স্টিকও কিনে ফেলেছেন? সেলফি (Selfie) নিয়ে এই ‘বাড়াবাড়ি আসক্তি’ যদি থেকে থাকে, আপনার জন্য আছে দুঃসংবাদ। চিকিৎসাবিজ্ঞান বলছে, শুধু বলছে না- তথ্য উপাত্তসহ বুঝিয়ে দিচ্ছে, অতিরিক্ত সেলফি (Selfie) তুললে আপনি বুড়িয়ে যাবেন অন্যদের চেয়ে তাড়াতাড়ি!
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সেলফি (Selfie) তোলার সময় হাই এনার্জি ভিজিবল লাইটের প্রভাবে ত্বকের ডিএনএ ড্যামেজ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক অসুখের আশঙ্কা প্রবল। হতে পারে মনের সমস্যাও। জার্নাল অফ আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজিতে সম্প্রতি এই বিষয়ে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
গবেষণায় জানা গেছে, মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় যে নীল আলো থাকে তা আমাদের ত্বকসহ শরীরের উপর নানান ক্ষতিকর প্রভাব ফেলে। জানা গেছে, ব্লু ব্যান্ডের হাই এনার্জি ভিজিবিল লাইট (HEV) ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করে। এই নীল আলো রিক্যাটিভ অক্সিজেন স্পেসিস (ROS) ত্বকের ডিএনএ ড্যামেজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফলস্বরূপ শুরুতে কম বয়সে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। আর এর দীর্ঘস্থায়ী ক্ষতি আরও মারাত্মক। ডিএনএ ড্যামেজ থেকে পরবর্তীতে ক্যানসার হবার আশঙ্কা প্রবল।
এদিকে বেশ কিছু সেলফি তুলে পোস্ট করেছিলেন সোশাল নেটওয়র্কিং সাইটে। তবে ১৭ বছরের নোয়েল মার্টিনের বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর সেই সব সেলফি একদল বিকৃত মস্তিষ্কের মানুষ পর্ন সাইটে দিয়ে দেবে।
সারা বিশ্বে প্যারাসাইট পর্ন নামে পরিচিত এই ট্রেন্ডে বিকৃত মননের কিছু ইউজার মেয়েদের প্রোফাইল থেকে ছবি চুরি করে পর্ন সাইটে তা পোস্ট করে অশ্লীল কমেন্ট করতে থাকে।
নোয়েলের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। তবে তাঁর ছবি পর্ন সাইটে পোস্ট করা হয়েছিল ফটোশপে কিছু পরিবর্তন করে।
পর্নস্টারদের শরীরে বসিয়ে দেওয়া হয় নোয়েলের মুখ। নিজের একটি সেলফি গুগলে রিভার্স ইমেজ সার্চ করতে গিয়ে এই ঘটনার কথা জানতে পারেন নোয়েল।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur