Monday, April 13, 2015 10:21:38 PM
আসাদুজ্জামান সরকার, সাভার করসপন্ডেন্ট :
ঢাকার সাভারে মা-মেয়ের অনৈতিক কর্মকান্ডে এলাকা যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের অভিনয়, কলাকৌশলের কাছে পরাজিত অনেকেই পথের ফকির হয়ে গেছে।
জানা গেছে, সাভার উপজেলায় ভাধাইল গ্রামে একটি ফ্ল্যাটে মা ও মেয়ে বসবাস করে অভিনব কায়দায় নানাভাবে প্রতারণা এবং চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা। আর এদের কাছে টাকার বিনিমেয় দেহভোগী যুবসমাজ জিম্মি হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানায়, উর্মি নামের একটি তরুণী মেয়ে ও ও তার মা দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কাজ করে অনেক বাড়ি-গাড়ির মালিক হয়েছে। আর ফ্ল্যাট নং ৯ নামে পরিচিত একটি বাসায় তারা যেন খুলে বসে দেহ ব্যবসার হাট। প্রতিদিনই এলাকা যুবসমাজ তাদের কাছে ধর্না দিচ্ছে তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য।
শুধু তাই নয়, একটি সূত্র জানিয়েছে, এই ঊর্মি ও তার মা ছলেবলে এলাকার অনেক যুবককে প্রেমের বাহানা করে তাদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিয়ে তাদেরকে পথের ফকির বানিয়েছে। অনেকেই এদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে, যা মুখ ফুটে সমাজের কাউকে বলতেও পারছে না।
চাঁদপুর টাইমস : এমআরআর/এএস/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur