সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় আরো এক ব্যক্তি আটক

‎Tuesday, ‎05 ‎May, ‎2015   09:03:53 PM

আসাদুজ্জামান সরকার:
সাভার উপজেলার আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামে আরো এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জসিম উদ্দিন চাঁপাইনবাগঞ্জের কোদালখালি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক চন্দ্র শাহা আটকের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মঙ্গলবার দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জঙ্গি সংগঠনের তহবিল গঠনের লক্ষ্যেই ডাকাতি করা হয়েছে। জড়িতরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।’

চাঁদপুর টাইমস/ডিএইচ/এএস/২০১৫

Share